টার্গেট ছিল মাত্র ১৪২। ঢাকা ডাইনামাইটসের ব্যাটিং লাইন-আপে থাকা নামগুলির ভেতরে জ্বলজ্বল করছিল কুমার সাঙ্গাকারা, নাসির হোসেইন, রায়ান টেন ডেসকাটে, ম্যালকম ওয়ালারদের নামগুলি।
তবুও পারল না ঢাকা। ডাইনামাইটরা পরাজয় বরণ করলো ১০ রানে।
কেননা, বোলিং আক্রমণে কুমিল্লার বোলাররা যে আজ ছাপিয়ে গেলেন নিজেদেরকেও। কুলাসেকারা, মাশরাফি, আবু হায়দার, শুভাগত হোম, শোয়েব মালিক প্রত্যেকেই যেন জ্বলে উঠলেন দলের প্রয়োজনেই। দূর্দান্ত বোলিং পারফর্মেন্সে অসাধারন এক জয় উপহার দিলেন তারা কুমিল্লা সমর্থকদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। আর শুরু থেকেই দূর্দান্ত বোলিংয়ে আটকে রাখে কুমিল্লাকে। লিটন দাস একপ্রান্ত আগলে ব্যাট করে গেলেও অপর প্রান্ত থেকে একের পর এক পরতে থাকে উইকেট। কুমিল্লার হয়ে মাঠে নামা দুই পাকিস্তানী আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক দুজনেই ব্যাট হাতে হন ব্যার্থ। দলীয় ৭০ রানে ব্যক্তিগত ৩১ রান করে লিটন দাস আউট হয়ে গেলে ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে কুমিল্লা। কিন্তু শেষদিকে আশার জাইদীর ২৯ বলে ঝড়ো ৪৫ আর শুভাগত হোমের ২১ রানের সুবাদে ১৪১ রানের একটি লড়াই করার পুঁজি পায় কুমিল্লা।
ঢাকার হয়ে ইয়াসির শাহ ও ফরহাদ রেজা সর্বোচ্চ ২টি করে উইকেট লাভ করেন।
ঢাকার হয়ে ইয়াসির শাহ ও ফরহাদ রেজা সর্বোচ্চ ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকার শুরুটাও খুব একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়নি। মাত্র ৬ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ঢাকা। কিন্তু এরপরেই অধিনায়ক সাঙ্গাকারা আর আইকন নাসিরের ব্যাটে ভর দিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৬৩ রানে সাঙ্গাকারাও দূর্ভাগ্যজনকভাবে রান-আউট হয়ে গেলে পুনরায় বিপদে পড়ে ঢাকা। এরপর নাসির ও ডেসকাটে ম্যাচটিকে কিছুক্ষণের জন্যে ঢাকার পাল্লায় টেনে নিয়ে আসলেও আবু হায়দার রনির দ্রুত ২ উইকেটে ম্যাচে ফিরে আসে কুমিল্লা। এরপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি ঢাকা।
শেষপর্যন্ত কুলাসেকারা আর আবু হায়দার রনির অসাধারণ বোলিংয়ে ১৩১ রানের বেশি করতে পারেনি ঢাকা। ফলে ১০ রানের একটি দারুণ জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই জয়ের মধ্যে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৪৫ রানের দূর্দান্ত একটি ইনিংস খেলে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন কুমিল্লার আশার জাইদি।
স্কোর :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ১৪১/৭ (জাইদি ৪৫*, লিটন ৩১, শুভাগত ২১*, ইয়াসির শাহ ২/২৬)
ঢাকা ডাইনামাইটস ১১ ওভারে ৭১/৩ (নাসির ৩২, সাঙ্গাকারা ৩০, আবু হায়দার ২/৩০, মাশরাফি ১/১৮)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ১৪১/৭ (জাইদি ৪৫*, লিটন ৩১, শুভাগত ২১*, ইয়াসির শাহ ২/২৬)
ঢাকা ডাইনামাইটস ১১ ওভারে ৭১/৩ (নাসির ৩২, সাঙ্গাকারা ৩০, আবু হায়দার ২/৩০, মাশরাফি ১/১৮)
- ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১০ রানে জয়ী।
No comments:
Post a Comment