সালমান খান ও লুলিয়া ভান্তুরের সম্ভাব্য বিয়ে নিয়ে নানান রকম আলোচনায় সরগরম বলিউড। সেই আলোচনায় আরো রসদ দিলেন সালমানের কাছের মানুষদের একজন অভিনেত্রী জেরিন খান, এই দুইজনকে শুভকামনা জানিয়েছেন তিনি।
সালমান খান ও রোমানিয়ান সুন্দরী লুলিয়ার বিয়ের আবছা দৃশ্যপটটা যেন ক্রমেই স্পষ্ট হচ্ছে। প্রীতি জিন্তার বিয়ের রিসেপশনে প্রথম দুইজনকে এক সঙ্গে দেখা গেছে। এছাড়া শোনা যাচ্ছে সালমানের মায়ের যত্নও নাকি নিচ্ছেন এই ভিনদেশি রমণী। এই প্রেক্ষাপটেই সালমানের বদান্যতায় বলিউডে পা রাখা জেরিন খানকে তার আসন্ন সিনেমা ভিরাপান এর মিউজিক লঞ্চিং অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়েছিল যে, সালমান স্বামী হিসেবে কেমন হবেন। জবাবে জেরিন বলেন, আমি এই বিষয়ে বিচার করার কেউ নই। আমি অনেক খুশি হব যদি তার এবং লুলিয়ার মধ্যে কিছু হয় এবং আমি তাদেরকে শুভকামনা জানাই।
জেরিন যোগ করেন, সারা দেশ তার বিয়ের কখন হবে সেই অপেক্ষায় আছে। তাই এর জন্য আমরাও অপেক্ষা করছি। ইন্ডিয়ান এক্সপ্রেস।


No comments:
Post a Comment