ইরাকের রাজধানী বাগদাদে একটি রাষ্ট্রীয় একটি গ্যাস প্ল্যান্টে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আত্মঘাতী হামলায় পুলিশসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। রবিবার ভোরে চালানো এই হামলায় আরো ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশের সূত্রগুলো।
স্থানীয় সময় ভোর ৬টার দিকে রাজধানীর উত্তরে তাজি এলাকার ওই কারখানাটির প্রবেশ পথে একটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে প্রবেশ পথটি উন্মুক্ত হলে বিস্ফোরক ভর্তি পোশাক পরা অন্তত ছয় হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র হাতে কারাখানাটিতে ঢুকে পড়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে।
বাগদাদের অপারশেন্স কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই কারখানার তিনটি গ্যাস স্টোরেজে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। কাছাকাছি বসবাস করা কারখানাটির এক কর্মী জানিয়েছেন, শক্তিশালী একটি বিস্ফোরণের শব্দ শোনার পর কারখানাটি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখেন তিনি।
কারখানার ভিতরে এক ঘণ্টা ধরে গোলাগুলি চলে এবং তন্মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর কয়েক ডজন গাড়ি চলে আসে বলে জানান তিনি। আইএসের সমর্থক বার্তা সংস্থা আমাক জানিয়েছে, আইএসের যোদ্ধারা হামলাটি চালিয়েছে।
গত এক সপ্তাহে ইরাকে আইএসের চালানো কয়েকটি বোমা হামলায় প্রায় একশজন নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠীটি ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তাজির একটি সেনা ঘাঁটিতে গত কয়েক মাস ধরে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। এই জোট আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সরকারকে সমর্থন দিয়ে আসছে। বিবিসি।


No comments:
Post a Comment