Social Icons

Wednesday, May 18, 2016

বিকেলে বিয়ে, পরদিন সকালে বিচ্ছেদ

আজব এক বিয়ের অনুষ্ঠানের খোঁজ পাওয়া গেছে ভারতের উত্তর প্রদেশের বিজনর জেলায়। শহরের ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিয়ে বললেও বোধ হয় ভুল বলা হবে না। কারণ, বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার এক রাত পরেই বিবাহবিচ্ছেদ ঘটানো হয়েছে।
বিজনর জেলার কারোন্দা পাচদু গ্রামে ঘটনার শুরুটা হয় কনেপক্ষের একটি অভিযোগকে কেন্দ্র করে। তারা অভিযোগ করে বলে, বরের এক আত্মীয় কনের বাড়ির সিন্দুক থেকে পৌনে দুই লাখ টাকা চুরি করেছে। আর এ অভিযোগে বরসহ গোটা বরযাত্রীকেই আটকে রাখা হয়।
কনেপক্ষ জানায়, পরদিন সকালে পুলিশ আসার পরই বরযাত্রীদের ছেড়ে দেওয়া হবে। পরের দিন সকালে ছাড়া পাওয়ার পর ওই কনেকে তালাক দিতে একমুহূর্ত দেরি করেননি ক্ষুব্ধ বর।
গ্রামবাসীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, গত সোমবার পাশের চান্দপূরণ গ্রাম থেকে বরযাত্রীসহ বিয়ে করতে আসেন কারি ইমরান। শুরুতেই দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। কনের বাবা নাসির আহমেদ অভিযোগ করে বলেন, বরের ভাতিজা আকিব ও একজন নারী মিলে তাঁদের বাড়ির সিন্দুক থেকে পৌনে দুই লাখ টাকা ও কিছু গহনা চুরি করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন বর ইমরান। সে সঙ্গে কনের বাবা ও কিছু আত্মীস্বজন গোটা বরযাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ছাড়া পাওয়ার পরপরই আগের দিন বিকেলে বিয়ে করা স্ত্রীকে তালাক দেন ইমরান। এ বিষয়ে টিওআইকে তিনি বলেন, ‘আমি তালাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছি আমি।’
এ ঘটনার পর উভয় পক্ষকেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) শিব কুমার। কোনো পক্ষই লিখিত কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।
গ্রামপ্রধান রশিদ কোরেশি বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান করার চেষ্টা করছেন তাঁরা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates