Social Icons

Wednesday, May 18, 2016

মোবাইল ধরায় আঙুল কেটে নিল স্ত্রী!

মোবাইল ফোনে মেসেজ চেক করায় স্বামীর আঙুল কেটে ফেলেছেন এক নারী। রান্না ঘরে ব্যবহৃত ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে স্বামীর হাতে জখম করে দিয়েছেন তিনি। ভারতের বেঙ্গালুরু রাজ্যে গত ৪ মে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়াটুডে অনলাইন।
এ ঘটনার পর স্বামী ও স্ত্রী একে-অপরের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেছেন। এরপর পুলিশ ঘটনার মীমাংসায় ওই পরিবারের বয়োজ্যেষ্ঠদের ডেকে নেয় এবং বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার পরামর্শ দেয়। নতুবা এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ইন্ডিয়াটুডের সূত্রে জানা গেছে, আইটি সিটি বলে পরিচিত বেঙ্গালুরুর সুনিতা সিং এবং চন্দ্রপ্রকাশ সিং সাত বছর আগে বিয়ে করেছেন। 

তিন বছর আগে তাঁরা দুইজনেই বিহার থেকে বেঙ্গালুরুতে  এসে বসবাস শুরু করেন। এরপর থেকে ওই শহরেই দুটি ভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তাঁরা। কিন্তু কিছুদিন আগে সুনিতা নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন।

মামলার অভিযোগে চন্দ্রপ্রকাশ জানান,  তাঁর স্ত্রী সুনিতা সবসময় মোবাইল ফোনের প্রতি আসক্ত। যার ফলে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ প্রায়ই লেগে থাকত। গত ৪ মে তিনি রাত ১১টায় বাসায় পৌঁছেন।

পৌঁছে দেখেন বাসায় রাতের খাবার নেই। স্ত্রীকে প্রশ্ন করে জানতে পারেন, অনলাইনে খাবারের জন্য অর্ডার করা হয়েছে, কিছুক্ষণের মাঝে খাবার পৌঁছে যাবে।

এই কথাগুলো বলার সময়ও অনিতা ফোনে মেসেজ পাঠাতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন চন্দ্রপ্রকাশ। এরপর তিনি জোর করে স্ত্রীর মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন এবং মেসেজ চেক করা শুরু করেন। আর তখনি রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে তাঁর হাতে এলোপাতাড়ি আঘাত করেন সুনিতা। প্রাণ বাঁচাতে চন্দ্রপ্রকাশ ঘর থেকে দৌড়ে বের হয়ে পাশের এক হাসপাতালে চিকিৎসা নেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates