Social Icons

Tuesday, May 10, 2016

আর্থারের কাছে সবার আগে শৃঙ্খলা

প্রতিভা নিয়ে কোনো সংশয় না থাকলেও পাকিস্তানের ক্রিকেটারদের শৃঙ্খলা সবসময়ই প্রশ্নবিদ্ধ। শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের শাস্তি পাওয়ার ঘটনাও নতুন কিছু নয়। পাকিস্তানের নতুন কোচ মিকি আর্থার স্বাভাবিকভাবেই এনিয়ে চিন্তিত। তিনি জানিয়েছেন, কাজ শুরুর করার পর সবার আগে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হবে। কোনো রকম অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ওয়াকার ইউনিস কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় দুজন খেলোয়াড়ের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনেছিলেন। তাঁদের দল থেকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছিলেন পাকিস্তানের সাবেক গতিতারকা। ওয়াকারের পরামর্শ মেনে ওপেনার আহমেদ শেহজাদ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলকে ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে রাখেননি পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

আর্থারও ইনজামামের পথেই হাঁটতে আগ্রহী। বার্তাসংস্থা এএফপির সঙ্গে কথোপকথনে সবার আগে দলে শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা জানিয়েছেন তিনি, ‘শৃঙ্খলা রক্ষা করা খুব কঠিন। আর তাই আরো ভালো ফলের আশায় আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমি চাই প্রত্যেকে যেন দলের হয়ে খেলে। আমি দলে কোনো স্বার্থপর খেলোয়াড় চাই না।’

পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের কথা কারো অজানা নয়। তবে ব্যাটিং ও ফিল্ডিং তেমন ভালো নয়। ৪৭ বছর বয়সী আর্থারও এ দুটো বিভাগ নিয়ে চিন্তিত, ‘আমাদের বোলিং ভালো। তবে ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে। আমি ফিল্ডিং আর ফিটনেস নিয়েও কঠোর মনোভাব বজায় রাখব। দীর্ঘদিন ধরে খেলতে পারবে এমন খেলোয়াড়ই আমার প্রয়োজন। আর এই ইস্যুতে আপোসের কোনো সুযোগ নেই।’

পাকিস্তানের পঞ্চম বিদেশি কোচ আর্থারের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ ইংল্যান্ড সফর। আগামী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন মাসের এই সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates