ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের সফর নিষিদ্ধ করার কথা বলেছিলেন, তবে সদ্য নির্বাচিত লন্ডন মেয়র সাদিক খানের জন্য দরজা খোলা থাকবে বলে উল্লেখ করেছেন। তবে ট্রাম্পের সেই ‘ব্যতিক্রমী’ প্রবেশাধিকার গ্রহণ করবেন না বলে উল্লেখ করেছেন তিনি।
লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার পরে সাদিক খান টাইমস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মেয়রদের সঙ্গে দেখা করতে চান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে হয়তো তার বিশ্বাসের জন্য এই দেশেই যেতে পারবেন না। এই প্রেক্ষিতে রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত করে ফেলা ট্রাম্প বলেন, ব্যতিক্রম সব নিয়মেই থাকতে পারে। যদি সে খুব ভালোভাবে তার কাজ করে তাহলে তার এখানে আসাটা দারুণ একটা বিষয় হবে।
ট্রাম্পের নিয়মের ব্যতিক্রম প্রত্যাখ্যান করবেন উল্লেখ করে লন্ডনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হওয়া সাদিক খান বলেন, এটা শুধু আমার বিষয়ে নয়। এটা আমার পরিবার, বন্ধু এবং বিশ্বের সব জায়গায় আমার মত পটভূমি থেকে উঠে আসা সবমানুষের জন্য। তিনি আরো যোগ করেন, ইসলাম সম্পর্কে ট্রাম্পের মূর্খ ধারণা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে আরো নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। বিবিসি।


No comments:
Post a Comment