ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসন নিয়ে দেশটির রাজনীতিতে নাটকীয় পরিস্থিতি চলছে। দেশটির কংগ্রেসের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার ওয়ালদির মারানহাও সোমবার অভিশংসন নিয়ে এপ্রিলে হওয়া নিম্নকক্ষের ভোটকে নাকচ করে দেন। কিন্তু মঙ্গলবার তিনি তার সিদ্ধান্ত পুনরায় পাল্টে ফেলেন। গত সপ্তাহে স্পিকারের দায়িত্ব নেয়া ওয়ালদির মারানহাও এক বিবৃতিতে বলেন, তিনি এপ্রিলের ভোট বাতিলের যে ঘোষণা দিয়েছিলেন তা পাল্টে ফেলেছেন। ব্রাজিলের সংবাদ মাধ্যম এ কথা জানায়।
এর আগে সিনেট প্রেসিডেন্ট রেনান কালহেরিওস ওয়ালদির ভোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন, বুধবার যে কোনো মূল্যে সিনেটে অভিশংসন নিয়ে ভোটাভুটি হবে। সিনেটররা আশা করছেন প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে সাময়িক বরখাস্ত এবং তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
উল্লেখ্য, ব্রাজিলে কংগ্রেসের নিম্নকক্ষে প্রেসিডেন্টকে অভিশংসন করা নিয়ে ১৭ এপ্রিল অনুষ্ঠিত ভোটে হেরে যান দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। ওয়ালদির মারানহাও এ ভোটকে ত্রুটিপূর্ণ বলে নাকচ করে দিয়েছিলেন।
নিয়ম অনুযায়ী ৮১ আসন বিশিষ্ট সিনেটে নিম্নকক্ষের প্রস্তাবটি অনুমোদিত হলে প্রেসিডেন্টের বিচার প্রক্রিয়া শুরু হবে। তখন থেকে ছয়মাস দিলমা রৌসেফ প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত থাকবেন। এ সময়ে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। এরপর রৌসেফকে স্থায়ীভাবে সরানো হবে কি হবে না তার জন্যেও সিনেটে ভোটাভুটি হবে।
রৌসেফের বিরুদ্ধে দেশের ক্রমবর্ধমান ঘাটতি লুকিয়ে রাখতে সরকারি হিসাব উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারসহ নানা অভিযোগ উঠায় তাকে এ সংকটের মধ্যে পড়তে হয়। সূত্র: এএফপি


No comments:
Post a Comment