ভারতের অন্ধ্র প্রদেশে নির্মাণাধীন শপিংমলের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শনিবার রাতে প্রদেশের গুনতুর জেলার লক্ষ্মীপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনের নির্মাণকাজ করার সময় হঠাৎ করেই মাটিসহ এর দেয়ালের কিছু অংশ ধসে পড়ে। সে সময় সেখানে কর্মরত আট শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। অপরজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় এনডিটিভি।
দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছে উদ্ধারকর্মীরা। এ ছাড়াও প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইদু তার ডেপুটি এন রাজাপ্পাকে উদ্ধারকাজের অগ্রগতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। এনডিটিভি।


No comments:
Post a Comment