চীনের ফুজিয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৩৩ জন। এখন পর্যন্ত উদ্ধার হওয়া আহত ১৩ জন হাসপাতালে আছেন।
রবিবার ভোর ৫টার দিকে হওয়া এই ভূমিধসে প্রায় ১ লাখ কিউবিক মিটার মাটি ও পাথর পাহাড়ের পাদদেশে অস্থায়ীভাবে তৈরি করা বাসস্থানের উপর এসে পড়ে। পানিবিদ্যুৎ স্টেশনের একটি নির্মাণস্থলে ছিল এই অস্থায়ী বাসস্থান। ভূমি ও পাথর ধসে পানিবিদ্যুৎ স্টেশনটির কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিনহুয়া জানিয়েছে।
ভারী বৃষ্টিপাতকে এই ভূমিধসের জন্য দায়ী করা হয়েছে। শনিবার থেকে সেখানে ১৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সেখানে উদ্ধার কাজ পরিচালনার জন্য জোর দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। সেখানে ৬০০ জন উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছে। বিবিসি।


No comments:
Post a Comment