গাড়ি চলছে, তবে ভুল রাস্তায়। তাই দেখে এক কর্তব্যরত ট্রাফিক পুলিশ তা থামালেন। নিয়মমাফিক জানলার কাঁচ গলিয়ে ভেতরে উঁকি মারতেই দেখেন, বলিউড সুন্দরী, অদিতি রায় হায়দারি।
তারপর? তারপর আর কি, অভিনেত্রী হওয়ার পরও রেহাই পেলেন না অদিতি। জরিমানা দিয়ে তবেই ছাড়া পেতে হল তাকে। ঘটনাটা ঘটলো ভারতের নয়ডাতে।
মূল ঘটনা হলো 'ওয়াজির' মুভির নায়িকা নয়ডার এক ফ্যাশন শো'তে যোগ দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথেই শর্ট কাট নিতে গিয়ে ভুল রাস্তায় গাড়ি চালিয়ে দেন তার ড্রাইভার। পিছনেই ছিল তার টিমের গাড়ি। গাড়ি ভুল পথে দেখে থামান ট্রাফিক ইনস্পেক্টর ধর্মেন্দ্র যাদব। সেই সময় অভিনেত্রীর টিমের লোকেরা তাকে কোনও পদক্ষেপ নিতে বারবার অনুরোধ করেন। এমনকি, উদ্যোক্তাদের ফোন করে ব্যাপারটা মিটমাট করে নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়।
অদিতির টিমের ক্রমাগত চাপে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই অফিসার। শেষমেশ অদিতি নিজে গাড়ি থেকে নেমে জরিমানা দিয়ে ব্যাপারটা শেষ করেন এবং হেঁটেই মলের দিকে এগিয়ে যান।
বলিউডের তারকারা অনেক সময়ই নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করেন। তাদের দেখে পুলিশরাও অনেক সময় নিজেদের কর্তব্য থেকে সরে যান। কিন্তু এক্ষেত্রে তা থেকে সরেননি এই ট্রাফিক পুলিশ। ভুল গাড়ি চালানোর জন্য যে জরিমানা তাই-ই ধার্য করেন তিনি। অদিতি নিজেও এক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করেননি। সূত্র- ডেইলি মেইল।


No comments:
Post a Comment