আকাশে ডানা মেলা সবচেয়ে বড় বিমানকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন অস্ট্রেলিয়ার পার্থ বিমানবন্দরে। আনতনভ এএন-২২৫ এখন পর্যন্ত তৈরি করে সবচেয়ে বড় বিমান। কার্গো পরিবহনের জন্য এই দানবীয় বিমানটি নির্মাণ করেছে ইউক্রেনের আনতনভ ডিজাইন ব্যুরো।
দৈর্ঘ্যে ৮৪ মিটার বিমানটির ওজন ১৭৫ টন। জ্বালানী বা কার্গো ছাড়াই বিমানটি এত ভারী। ১১৭ টন ওজনের একটি জেনারেটর অস্ট্রেলিয়ায় নিয়ে গেছে এই বিমান।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ থেকে যাত্রা শুরু করে মধ্যপ্রাচ্যে যাত্রাবিরতির পর রবিবার পার্থে পৌঁছে আনতনভ এএন-২২৫। বিমানটিকে রানওয়েতে নামতে দেখতে এত দর্শক আসে যে রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়।


No comments:
Post a Comment