সিনেটের ভোটে ব্রাজিলের রাষ্ট্রপতির পদ হারানো দিলমা রৌসেফ বর্তমান মন্ত্রিসভা 'সাদা মানুষ আর পুরুষদের মন্ত্রিসভা' বলে অভিহিত করেছেন। ১৯৭৯ সালের পর এবারই প্রথম দেশটির মন্ত্রিসভায় নেই কোন নারী সদস্য। এই বিষয়টির দিকে দৃষ্টি টেনে দিলমা রৌসেফ বলেন, এই দেশকে প্রতিনিধিত্বকারী মন্ত্রিসভা এটি নয়।
রৌসফের গঠিত সরকারে ৩১ জন মন্ত্রীর মধ্যে ৭ জন নারী সদস্য ছিলেন। তবে সাবেক ভাইস প্রেসিডেন্ট মিচেল টেমারের অধীনে হওয়া মন্ত্রিসভায় কোন নারী প্রতিনিধি খুঁজে পাওয়া যায়নি কলে মন্তব্য করেছে সরকারের চীফ অব স্টাফ। খুব দ্রুততার সঙ্গে কেবিনেট গঠন করায় নারী সদস্য খুঁজে পাওয়া যায়নি বলে জানায় এলিসিউ পাডিলাহ। তিনি বলেন, আমরা নারী প্রতিনিধির খোঁজ করেছিলাম। কিন্তু কিছু কারণে কাউকে বাছাই করতে পারিনি। বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি।
কিন্তু বিষয়টির সমালোচনা করে রৌসেফ বলেন, জন প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে নিগ্রো এবং নারী প্রতিনিধি থাকা আবশ্যক। এই সরকার দেখাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে তারা খুবই উদার মানসিকতা বা নিউ-লিবারাল পন্থা বেছে নিয়েছে। আর সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে বেছে নিয়েছে কট্টরপন্থা। বিবিসি।


No comments:
Post a Comment