মাদক সংক্রান্ত সহিংসতায় বিপর্যস্ত মেক্সিকোর রাজনীতিবিদরা একটি উপায় সমস্যার সমাধান হিসেবে বিবেচনা করছেন। সেটি হল ওষুধের জন্যে আফিম চাষ বৈধ করা।
দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এপ্রিলে মারিজুয়ানা আইন শিথিলের ঘোষণা দেয়ার পর সাম্প্রতিক সময়ে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। গভর্নর ও আইনপ্রণেতারা আফিম চাষ বৈধ করার পক্ষে সমর্থন জানান। এর আগে দক্ষিণাঞ্চলীয় গুয়েরোরো রাজ্যের গভর্নর হেক্টর অস্তোদিলো ওষুধের জন্যে প্রথম আফিম চাষ বৈধ করার প্রস্তাব দেয়। কারণ তার রাজ্যেই সবচেয়ে বেশি আফিম চাষ ও মাদক সংক্রান্ত সহিংসতা ঘটে।
আফিম সাধারণত দেশটির দরিদ্র এলাকায় চাষ হয়। চাষীরা হেরোইনের কাঁচামাল হিসেবে এসব আফিম বিভিন্ন মাদক গোষ্ঠীর কাছে বিক্রি করে। মাদকবিরোধী জাতীয় কমিশনার ম্যানুয়েল মন্দ্রাগন বলেন, ওষুধে আফিমের ব্যবহার নিয়ে তার সংস্থা গভীরভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে সরকারের এ সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে তিনি তেমন কিছু জানাননি।
কিন্তু বুধবার এল ইউনিভার্সাল পত্রিকা প্রেসিডেন্টের সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে, চলতি বছরের শেষ নাগাদ সরকার এ বিষয়ে কংগ্রেসে প্রস্তাব পাঠানো নিয়ে কাজ করছে। এদিকে মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির নিরাপত্তা বিশেষজ্ঞ রাউল বেনিতেজ মানাউত বলছেন, এ ধরণের উদ্যোগ সহিংসতা কমাবে না।
কারণ যুক্তরাষ্ট্রের অবৈধ হেরোইন মার্কেট মাদক গোষ্ঠীদের কাছে সবসময়ই আকর্ষণীয়। এছাড়া বৈধ আফিম লাভজনক হলেও তা অবৈধ মাদকের লাভের পরিমাণ থেকে বেশি না। এএফপি।


No comments:
Post a Comment