কলম্বিয়ার সমুদ্রতীরবর্তী শহর টার্বো থেকে রেকর্ড আট টন পরিমাণের কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত টার্বো শহরের এক কলা চাষের জমি থেকে এই কোকেন জব্দ করা হয়।
এই ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ এক টুইট বার্তায় পুলিশ অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, টার্বোতে চালানো অপারেশনে দেশের ইতিহাসের সর্ববৃহৎ চালান জব্দ করা হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠী উসুগার অধীনে এই কোকেনগুলো ছিল বলে জানায় পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আরো তিনজন পালিয়ে গেছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কার্লোস ভিলেগার বলেন, এই কোকেনের মধ্যে প্রায় ১.৫ টন রফতানির জন্য প্রস্তুত ছিল। দেশের ইতিহাসে জব্দ হওয়া কোকেনের চালানের মধ্যেই এটিই সবচাইতে বেশি। অবশ্য সমুদ্রে এর আগে বেশ কয়েকবার বড় কোকেনের চালান আটক করা হয়েছে।
বিবিসি জানায়, উসুগা মূলত ড্রাগ জাতীয় দ্রব্য চোরাচালানের কাজ করে। তবে এ ছাড়াও হত্যা, গুম, চাঁদাবাজি ও অবৈধ খনি উত্তোলনের সাথেও তারা জড়িত। কলম্বিয়ার পুলিশ জানায়, এই গোষ্ঠীর ২ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছে। গত ৫ বছরে এই গোষ্ঠীর ৬ হাজার ৭'শ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, কলম্বিয়ার সরকার এই মাস থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপক্ষে আকাশ পথে হামলা করবে বলে ঘোষণা দেয়। তাদের তালিকায় উসুগা, লস পেলৌসিস এবং লস পুন্তিলোরেস নামক তিনটি পৃথক সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। বিবিসি।


No comments:
Post a Comment