দূদক সূত্র এ খবর নিশ্চিত করে জানিয়েছে, ফালু অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থসম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে অনুসন্ধান এবং পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জানা গেছে, মোসাদ্দেক আলীর ২০০৭ সালের পর থেকে অর্জিত সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমনে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থাটি। এর আগেও তাঁর সম্পদের অনুসন্ধান করেছিল দুদক। তখন ২০০৭ সাল পর্যন্ত অর্জিত সম্পদের অনুসন্ধান করা হয়।
No comments:
Post a Comment