Social Icons

Wednesday, May 25, 2016

প্রথমবারের মত হিলারিকে পেছনে ফেলে এগিয়ে ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথমবারের মত জনপ্রিয়তায় ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে গেছেন রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রিয়েলে ক্লিয়ার পলিটিকস (আরসিপি) নামক প্রতিষ্ঠান পাঁচটি জাতীয় জরিপের সর্বশেষ ফলাফলকে গড় করে এমন চিত্র পেয়েছে।
 
রবিবার আরসিপি তাদের সর্বশেষ গড় ফলাফলে জানায়, জনসমর্থনে হিলারিকে ছাড়িয়ে ট্রাম্প এখন দশমিক ২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। দুই মনোনয়ন প্রত্যাশীর মধ্যে জনপ্রিয়তার ব্যবধানটি খুব অল্প হলেও কয়েকজন নির্বাচনী বিশ্লেষক এটিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন। এদের মধ্যে ট্রাম্পের সম্ভাব্য বিজয় নিয়ে উদ্বিগ্ন একজন বলেছেন, 'সম্ভবত এখন আতঙ্কিত হওয়ার সময়।'
 
গেল সেপ্টেম্বরে ও ডিসেম্বরে দুইবার ট্রাম্প জরিপের ফলাফলে শীর্ষস্থানের কাছাকাছি এলেও এর আগে কখনোই আরসিপির জরিপের গড়ে শীর্ষস্থানে উঠতে পারেননি।
গ্রাফে হিলারি ও ট্রাম্পের জনপ্রিয়তার উত্থান-পতন (নীল রেখা হিলারির ও লাল রেখা ট্রাম্পের)
 
এদিকে ওয়াশিংটনের প্রাইমেরি নির্বাচনে জয় পেয়ে রিপাবলিকান প্রার্থী হওয়ার অবস্থানকে আরো মজবুত করেছেন ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য তার প্রয়োজন দলটির মোট ২৩৭ ডেলিগেটের সমর্থন। সেই দৌড়ে ট্রাম্প এখন পর্যন্ত ১৮৯ ডেলিগেটের সমর্থন পেতে সক্ষম হয়েছেন। ওয়াশিংটেন ৪৪ জন ডেলিগেট রয়েছেন। সে হিসেবে তাদের সকলের সমর্থন পেলে রিপাবলিকান প্রার্থী হতে বেশি বেগ পেতে হবে না তাকে। বাসস ও দ্য গার্ডিয়ান।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates