Social Icons

Tuesday, May 17, 2016

শ্রীলংকায় বন্যা: ৮ জনের প্রাণহানি

শ্রীলংকায় বন্যা ও ভূমিধ্বসে ১০ মাসের শিশুসহ কমপক্ষে আট জনের প্রাণহানি এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।  সরকার বন্যা কবলিত এলাকা ও ঢালের ওপর আশ্রয় নেয়া ব্যক্তিদের সরিয়ে নিতে সেনা মোতায়েন করেছে।
 
বন্যার কবল থেকে পার্লামেন্ট ভবনসহ নিম্নাঞ্চলগুলোকে রক্ষা করতে কলম্বোর বিভিন্ন খাল পরিষ্কার করতে নৌবাহিনী সহায়তা করছে।  প্রতিরক্ষা সচিব করুণাসেনা হেত্তিয়ারাচ্চি সোমবার সাংবাদিকদের বলেন, উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা চালাতে কর্তৃপক্ষের অধীনে আমরা সেনা মোতায়েন করেছি।
 
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি বলেন, বন্যা কবলিত এলাকাগুলোতে বসবাসরত প্রায় পাঁচ হাজার পরিবারকে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ তাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে বন্যা কবলিত বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।
 
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বন্যায় আট জনের প্রাণহানি হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। বন্যা ও ভূমিধ্বসে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক এলাকায় এখনও ঢোকা যায়নি। সোমবার কলম্বোর প্রধান বিমানবন্দর থেকে কমপক্ষে তিনটি ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে এবং রাজধানীতে অনেক স্কুল বন্ধ রয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিমানবন্দর এলাকায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবহাওয়া আরো খারাপ ও বুধবার নাগাদ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates