ভারতের গুজরাটে কথা বলতে বলতে নর্দমায় পড়ে আহত হয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির পার্লামেন্ট সদস্য এমপি পুনমবেন হেমাতভাই মাদাম। জামনগরে সোমবার একটি বস্তি এলাকায় পৌর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় দুর্ঘটনাবশত আট ফুট গভীর নর্দমায় পড়ে যান।
নর্দমার উপরের কংক্রিটের ঢাকনার উপর দাঁড়িয়ে কথা বলছিলেন নারী এমপি পুনমবেন। হঠাৎ এটি ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে তিনি মাথা, কাঁধ ও পায়ে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার চিকিৎসক এস মাহেশ্বরী বলেন, পুনমবেনের মাথায় চার ইঞ্চি গভীর ক্ষত হয়েছে। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। দুশ্চিন্তার কিছু নেই। আশা করি আগামীকাল সকালেই তিনি বাড়ি ফিরে যেতে পারবেন।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হলুদ রঙয়ের পোশাক পরা পুনমবেন চিৎ হয়ে ড্রেনে পড়ে আছেন। পরে সঙ্গে থাকা লোকজন তাকে টেনে তুলছে। জানা গেছে, জামনগর পৌরসভার জালারাম বস্তি উচ্ছেদের সময় স্থানীয় বাসিন্দারা পৌর কর্মচারীদের বাধা দিলে সঙ্কট সমাধানে সেখানে যান পুনমবেন। এরপরই ওই দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়ান এক্সপ্রেস।


No comments:
Post a Comment