আবারো আফগানিস্তানে হামলা হয়েছে পুলিশ ট্রেনিং ক্যাম্পে। দেশটির হেলমান্দ প্রদেশে ট্রেনিং সেন্টারকে লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায় তালেবানরা। এই ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবারের ওই হামলায় আহত হয়েছে আরও নয়জন।
দেশটিতে তালেবান জঙ্গি-গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে আসছে। হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান আবদুল রাহমান সারজাং জানান, নাদ আলি জেলায় একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ট্রেনিংয়ে অংশ নেয়া তিন পুলিশ নিহত হয়েছে। ওই হামলায় আরো সাত পুলিশ এবং দুই বেসামরিক আহত হয়েছে। এবিসি নিউজ।


No comments:
Post a Comment