মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদ কবীর সোহেলকে (৩৫) পিটিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ইউনিয়নের তিনসিঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ইউনিয়নের তিনসিঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রামপাল ইউনিয়ন যুবলীগের সভাপতিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ সভাপতি এ ঘটনার জন্য স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বাচ্চু শেখ ওরফে সিটি বাচ্চুকে দোষারোপ করেছেন। আহত যুবলীগ সভাপতি আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ মোল্লার নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। আগামী ৭ মে রামপাল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


No comments:
Post a Comment