Social Icons

Friday, May 6, 2016

কোলনের যৌন নিপীড়নের বিচার শুরু

চলতি বছরের শুরুতে বর্ষবরণের অনুষ্ঠান উদযাপনকালে জার্মানির কোলনে শহরে এক নারীর ওপর যৌন হামলার ঘটনায় প্রথম কোনো ব্যক্তি বিচার শুরু করেছে জার্মান আদালত। আলজেরিয়ার ২৬ বছর বয়সী এক ব্যক্তির বিচারের মধ্য দিয়ে ওই ঘটনার বিচারকাজ শুরু হলো। অভিযুক্তের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও চুরির অভিযোগ আনা হয়েছে। নববর্ষ অনুষ্ঠান উদযাপনকালে কোলনের প্রধান রেলস্টেশনে এক নারীর ওপর যৌন নিপীড়ন চালায় ১০ ব্যক্তি। অভিযুক্ত আলজেরিয়ার ওই নাগরিক নিপীড়নকারী দলের একজন। পশ্চিমা গণমাধ্যমগুলোর ভাষ্যমতে, ওই ঘটনায় জড়িতদের বেশিরভাগই উত্তর আফ্রিকা এবং আরবের লোকজন। ঘটনাটি তখন জার্মানিতে ব্যাপক আলোচনা এবং আন্দোলনও সৃষ্টি করেছিল। ওই ঘটনায় এক হাজারেরও বেশি জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে শুক্রবার শুরু হওয়া বিচারে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ২৬ বছরের অভিযুক্ত যুবক। অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, যৌন নিপীড়ন নয়, ওই নারীর মোবাইল চুরির জন্যই ঘটনার পর সেখানে গিয়েছিলেন তার মক্কেল। উল্লেখ্য, নববর্ষের প্রথম রাতে জার্মানির কোলনে শহরে ব্যাপক যৌন নির্যাতনের ঘটনা ঘটায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এর জন্য মূলত অভিবাসীদের দায়ী করা হয়। ওইদিনই পুলিশ ২২টি অভিযোগের ভিত্তিতে ১৯০ জনকে আটক করে। তাদের ভাষায় তারা ‘সাধারণ জনগণেরই একটি অংশ’। কোলনে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নসহ অন্যান্য অপরাধের ঘটনায় জার্মানিজুড়ে অভিবাসীবিরোধিতা বাড়ছে। অভিবাসীদের প্রতি উদারনীতির কারণে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলও সমালোচিত হচ্ছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates