তাঁর ধারালো কাটার, দুর্দান্ত ইয়র্কার এবং চমৎকার স্লোয়ারে ব্যাটসম্যানরা রীতিমতো নাকাল। আর ক্রিকেট-বোদ্ধারা তো বিস্মিত। আন্তর্জাতিক ক্রিকেট হোক আর আইপিএল হোক, ব্যাটসম্যানদের কাছে মুস্তাফিজুর রহমান এখন সমীহজাগানিয়া নাম।
গত কয়েক মাসে মুস্তাফিজ এমন সমীহ আদায় করে নিয়েছেন, যা অনেক পেশাদার ক্রিকেটারের অর্জন করতে সারা জীবন লেগে যায় বলে মনে করেন ভারতীয় দলের সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। এমন খাঁটি প্রতিভাকে ভালোভাবে লালন করা উচিত বলেও মনে করেন তিনি।
শনিবার ভারতীয় এক সংবাদমাধ্যমকে রবি শাস্ত্রী বলেন, ‘মুস্তাফিজের দুরন্ত সুইং, ধারালো কাটার আর ইয়র্কার ও স্লোয়ারে এত বৈচিত্র্য, যা খুব কম বোলারের মধ্যে আমি দেখেছি। আসলেও তাঁকে আটকানো খুবই কঠিন। এমন পেসারের প্রতি যত্নশীল হওয়া উচিত। এমন খাঁটি প্রতিভাকে ভালোভাবে লালন করতে হবে।’
আর ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নেওয়া প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘মুস্তাফিজের ভাণ্ডারে এত অস্ত্র, স্বাভাবিক কারণে তাঁকে ব্যাটসম্যানরা সমীহ করছেন। তা ছাড়া তাঁকে খেলাটা খুব একটা সহজও নয়। মূলত তাঁর রহস্যগুলো থাকে কব্জিতে। সবটাই বলটা ছাড়ার কায়দা।’
অবশ্য মুস্তাফিজ এখনো খুব একটা পরিপক্ব হয়ে ওঠেননি বলে মনে করেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার, ‘বল হাতে মুস্তাফিজ যতটা পরিণত, শরীর আর মনের দিক থেকে ঠিক ততটাই কিশোর সে। তা ছাড়া শরীরটাও পুরোপুরি শক্তপোক্ত হয়ে ওঠেনি। তাঁকে খুবই সাবধানে, বুঝেসুঝে ব্যবহার করা উচিত।’


No comments:
Post a Comment