Social Icons

Sunday, May 15, 2016

মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ৫

মুন্সীগঞ্জ শহরের থানারপুল মোড় এলাকায় আজ রোববার বিকেলে পুলিশের লাঠিপেটায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। এ সময় জেলা বিএনপির সভাপতি আবদুল হাইসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
অন্য আহতরা হচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল আজিম স্বপন, জেলা ছাত্রদলের সম্পাদক মাসুদ রানা ও শহর ছাত্রদলের সহসভাপতি শফিকুল হাসান তুষার।
জেলা বিএনপির সভাপতি আবদুল হাই জানান, সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৫টার দিকে থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী দাবি করেন, লাঠিপেটা করা হয়নি। মিছিল বের করলে পুলিশ বাধা দিলে হাতাহাতি হয়েছে শুধু।
তবে এনটিভির কাছে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য জেলা ছাত্রদলের সম্পাদক মাসুদ রানাকে পেটাচ্ছেন।
নাশকতার দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছিল দলটি।  

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates