বাজেট আইন ভাঙার দায়ে প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসনের মুখোমুখি করা হবে কিনা তা নির্ধারণে বুধবার ব্রাজিলের সিনেটে ভোট গ্রহণ করা হবে। ৮১ সদস্যের সিনেটে রৌসেফ বিরোধীপক্ষ সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এই ভোটাভুটিতে রৌসেফের অভিশংসনের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থন জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
এটি হলে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ব্রাজিলের প্রথম নেতা হিসেবে রৌসেফ প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হবেন। ছয়মাস ধরে সিনেটে প্রেসিডেন্টের অভিশংসন চলবে এবং এই পুরো সময় জুড়ে তিনি বহিষ্কৃত থাকবেন। এ সময় দেশটির ভাইস প্রেসিডেন্ট মিচেল তেমের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন। সিনেটের অর্ধেকেরও বেশি সদস্য সংবাদপত্রকে জানিয়েছেন, তারা ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রৌসেফকে বৃহস্পতিবার প্লানালতো প্রেসিডিন্সিয়াল প্যালেস ত্যাগে বাধ্য করতে পারবেন বলে আশা করছেন।
রৌসেফ বহিষ্কৃত হলে ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির একটানা ১৩ বছর ধরে চলা শাসনের অবসান ঘটবে। আগস্টে অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে ব্রাজিলের উজ্জ্বল ভাবমূর্তি গড়ার কথা। তার আগে এ ধরনের রাজনৈতিক সঙ্কটের মাধ্যমে দেশটি তার ভাবমূর্তি খর্ব করছে বলে ধারণা পর্যবেক্ষক মহলের।
স্থানীয় সময় সকাল ৯টায় অভিশংসনের ভোটাভুটি নিয়ে আলোচনা শুরু হবে সিনেটে। ব্রাজিল কংগ্রেসের এই উচ্চকক্ষের সব সদস্য কথা বলার সুযোগ পাবেন। সব সদস্যের বক্তব্যের পর রাত ৮টায় চূড়ান্ত ভোট গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই অভিশংসনের প্রক্রিয়াকে ‘বেআইনি’ দাবি করে একে ‘পার্লামেন্টারি ক্যু’ বলে অভিহিত করেছেন রৌসেফ। এর বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছেন তিনি।
মঙ্গলবার এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে রৌসেফ সরকার। আমি পদত্যাগ করবো না, এমন চিন্তা আমার মনকে আচ্ছন্ন করেনি,” ওই দিন নিজের সমর্থকদের উদ্দেশ্যে বলেন রৌসেফ। তার এ কথায় সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। বিস্ফোরক রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবাদ ছড়িয়ে পড়ে তা সহিংস রূপ ধারণ করতে পারে বলে দেশটিতে আশঙ্কা বিরাজ করছে। রয়টার্স।


No comments:
Post a Comment