প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লন্ডন সফরের সময় চীনের কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। চীনাদের আচরণকে 'অত্যন্ত রূঢ়' বলেন রানী।
বাকিংহাম প্রাসাদে গার্ডেন পার্টিতে বেইজিংয়ে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ও একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে আলাপকালে রানীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তবে চীনা প্রেসিডেন্টের সফরকে তখন 'অত্যন্ত ফলপ্রসূ' বলেছিল বাকিংহাম প্রাসাদ।
প্রাসাদের একই পার্টিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আফগানিস্তান ও নাইজেরিয়াকে 'বিস্ময়করভাবে দুর্নীতিগ্রস্ত' দেশ হিসেবে উল্লেখ করেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।
দেশে চীনের বিনিয়োগ বাড়াতে প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ করেছিল ব্রিটেন।
মেট্রোপলিটন পুলিশ কমান্ডার লুসি ডি'ওরসির সঙ্গে সাক্ষাতের সময় চীনা কর্মকর্তাদের রূঢ় আচরণের কথা বলেন রানী। শি জিনপিংয়ের নিরাপত্তার দায়িত্ব লুসির কাঁধে ছিল জানতে পেরে রানী দুঃখ প্রকাশ করে বলেন, 'ওহ, তোমার দুর্ভাগ্য'। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment