Social Icons

Sunday, May 8, 2016

সিসিটিভিতে পুলিশের ওপর নজর রাখছে দিল্লির অপরাধীরা!

অপরাধীদের ওপর নজর রাখার জন্য দিল্লি পুলিশের নিজস্ব সিসিটিভি নেটওয়ার্ক রয়েছে। এটা কোন অভিনব ব্যাপার না। তবে দেশটির গণমাধ্যম থেকে জানা গেছে, পুলিশ নয় দিল্লিতে অপরাধীরাই নাকি তাদের আস্তানা থেকে সিসিটিভিতে পুলিশের ওপর নজর রাখছে।
 
এনডিটিভির খবরে জানানো হয়েছে, অভিজাত এলাকায় একটি জুয়াড়ি ও মাদক চক্র সিসিটিভি দিয়ে পুলিশের ওপর নজর রাখছিল। একই সঙ্গে চক্রটিকেও নজরে রেখেছিল পুলিশ। কিন্তু প্রত্যেকবারই জুয়াড়িদের আস্তানায় পুলিশ গিয়ে দেখতো সবকিছুই ঠিকঠাক রয়েছে সেখানে।
 
কিছুদিন পরই পুলিশ সিসিটিভির কথা জানতে পারে। কর্মকর্তারা জানান, অপরাধী চক্রটিকে ধরতে নতুন করে ফন্দী আঁটতে শুরু করেন তারা। তবে অপরাধীদের ধরতে গিয়ে একরকম বিপদেই পড়তে হয় পুলিশকে।
 
জুয়াড়িরা এক নারীর আশ্রয়ে এই অপকর্ম চালিয়ে আসছিল। সাদা পোশাকে পুলিশ যখন বাড়িতে ঢোকার চেষ্টা করে বাধা হয়ে দাঁড়ান ওই নারী। পুলিশ সদস্যদের বিরুদ্ধে বাড়িতে ঢুকে লাঞ্ছিত করার অভিযোগ করে বসেন তিনি। উল্টো এর প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজকে ব্যবহার করারও ঘোষণা দিয়ে বসেন।
 
ভয় পেয়ে পুলিশ সদস্যরা থানায় ফিরে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরকম অবস্থায় বিশেষ একটি টাস্ক ফোর্স গঠন করে অপরাধীদের ধরাশায়ী করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ। সূত্র: বিবিসি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates