মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন গুজম্যানকে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে। 'এল চ্যাপো' নামে পরিচিত এই মাদক কারবারিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সীমান্তবর্তী কারাগারে নিয়ে যাওয়া হয়। খবর- বিবিসির।
কয়েদীদের নিয়মিত স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে গুজম্যানকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার আটকের পর জেল পালিয়েছিলেন গুজম্যান।
সিনালোয়া ড্রাগ কার্টেলের প্রধান গুজম্যান। সর্বশেষ জেল পালানোর ছয় মাস পর গত জানুয়ারিতে আটক করা হয়েছিল তাকে। তবে দেশটির কর্মকর্তাদের দাবি, গুজম্যানকে সীমান্তবর্তী কারাগারে নেয়ার অর্থ এই নয় যে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের ভেতরে মাদক পাচারের অভিযোগে দেশটির ওয়ান্টেড অপরাধীর তালিকায় রয়েছে গুজম্যান।
তবে দেশটির নিরাপত্তা সূত্রে জানা গেছে, ফের যেন সে জেল পালাতে না পারে তাই এক কারাগার থেকে অন্য কারাগারে নেয়া হয়েছে তাকে।


No comments:
Post a Comment