গত মৌসুমের মতো এবারও ট্রেবল জয়ের হাতছানি ছিল বার্সেলোনার সামনে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নেওয়ায় সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে লা লিগার পর কোপা দেল রে শিরোপা জিতে মৌসুমের শেষটা ভালোভাবেই করেছে কাতালানরা। উত্তেজনাপূর্ণ ফাইনালে সেভিয়াকে তারা হারিয়েছে ২-০ গোলে। নির্ধারিত ৯০ মিনিট গোলশূণ্য সমতার পর বার্সার দুটি গোলই এসেছে অতিরিক্ত সময়ে। জরডি আলবা ও নেইমারের করা দুটি গোলেরই নেপথ্য কারিগর ছিলেন লিওনেল মেসি।
শেষপর্যন্ত শিরোপা জয়ের হাসি হাসতে পারলেও আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে শুরুতেই চাপের মুখে পড়েছিল বার্সেলোনা। ৩৬ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাচেরানোকে। সদ্যই ইউরোপা লিগ জিতে আসা সেভিয়ার বিপক্ষে এই ১০ জনের দল নিয়ে খুব বেশি সুবিধা করে উঠতে পারছিলেন না বার্সেলোনার তারকা ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে, ৫৭ মিনিটের মাথায় আরো একটি ধাক্কা খায় কাতালানরা। ইনজুরির কবলে পড়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজকে। তবে বেশ চাপের মধ্যে পড়েও যে গোল হজম করতে হয়নি সেজন্য বার্সা সমর্থকরা ধন্যবাদ দিতে পারেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানকে। বেশ কয়েকটি দারুণ সেভ করে সেভিয়াকে গোলবঞ্চিত করেছেন এই জার্মান গোলরক্ষক। নির্ধারিত ৯০ মিনিটের খেলার শেষপর্যায়ে সেভিয়াও পরিণত হয় ১০ জনের দলে। মেসিকে বাজেভাবে ফাউল করার দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেভিয়ার মিডফিল্ডার এভার বানেগা।
অতিরিক্ত সময়ে দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সেলোনা। ৯৬ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে মেসির দারুণ একটি পাস থেকে বল পেয়ে গোল করেন জরডি আলবা। খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে বার্সেলোনার দ্বিতীয় গোলটিও এসেছে মেসির দুর্দান্ত এক পাসের কল্যাণে। সেভিয়ার দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে নেইমারের দিকে বল ঠেলে দিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ফাঁকা জায়গায় বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল করেননি নেইমার।
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা দেল রে শিরোপা উঠল বার্সেলোনার ট্রফি কেসে। আর সব মিলিয়ে তারা এই স্প্যানিশ কাপ শিরোপা জিতেছে ২৮ বার।
No comments:
Post a Comment