৫ম শ্রেণি
‘বাংলা’ মানবন্টন (পূর্ণমান-১০০)
সময় ঃ ২.৩০ ঘন্টা নম্বর ঃ ১০০
প্রশ্নের ধরণ ও মান বন্টন ঃ (সকল পরীক্ষার জন্য)
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ ক্রমিক নম্বরের প্রশ্নের উত্তর লিখ।
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখন। (৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ১x৫=৫
২. শুন্যস্থান পূরন কর (যোগ্যতাভিত্তিক ৫টি শূন্যস্থান থাকবে) ১x৫=৫
৩. যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন ও বাক্যে প্রয়োগ/যুক্তবর্ণ বিভাজন করে লিখন ১x৫=৫
৪. নিচের প্রশ্নগুলির উত্তর লিখন/বুঝিয়ে লিখ (২টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।) ৫x২=১০
প্রদত্ত অনুচ্ছেদ/কবিতাংশ পড়ে ৫, ৬, ৭ এবং ৮ ক্রমিক নম্বরের প্রশ্নের উত্তর লিখ। (বই হতে)
৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখন। (যোগ্যতাভিত্তিক ৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ১x৫=৫
৬. নিচের প্রশ্নগুলির উত্তর লিখন (যোগ্যতাভিত্তিক ৫টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।) ৫x২=১০
৭. অনুচ্ছেদ বা কবিতাংশের মূলভাব লিখন ৫
৮. শব্দার্থ লিখন (৫টি শব্দ থাকবে। প্রতিটির অর্থ লিখতে হবে) ১x৫=৫
৯. বানান শুদ্ধ করে লিখন/যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন ও বাক্যে প্রয়োগ/যুক্তবর্ণ বিভাজন করে লিখন। ১x৫=৫
১০. বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃ লিখন। ১x৫=৫
১১. এক কথায় প্রকাশ (৫টি)/ক্রিয়াপদের চলতি রূপ লিখন (৫টি) ১x৫=৫
১২. বিপরীত শব্দ লেখা (৫টি)/সমার্থক শব্দ লিখ (৫টি) ১x৫=৫
১৩. কবিতার চরন সাজিয়ে লেখা, কবিতা, কবিতার নাম ও প্রশ্নোত্তর লিখন। ১০
(ক) কবিতার চরণগুলো সাজিয়ে লেখা- ৬
(খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ ? ১
(গ) কবিতাটির কবির নাম কি ? ১
(ঘ) কবিতাংশ হতে প্রশ্ন (১/২টি) ২
১৪। আবেদনপত্র/চিঠি লিখন/ফরম পূরন ১০
১৫। ২০০ শব্দের মধ্যে রচনা লিখন (ঐরহঃং দেয়া থাকবে)

No comments:
Post a Comment