আফগানিস্তানে একটি প্রধান মহাসড়কে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। ঘাজনি প্রদেশের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৭৩ জন।
ঘাজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র বলেছেন, সব মিলিয়ে তিনটি যানবাহনে ১২৫ জন মানুষ ছিল।
রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণের শহর কান্দাহারের সঙ্গে সংযুক্ত করা এই মহাসড়কে ঘটা দুর্ঘটনায় তিনটি যানবাহনেই আগুন ধরে যায়। প্রাদেশিক ট্রাফিক বিভাগের প্রধান মোহাম্মাদুল্লাহ আহমাদি জানিয়েছেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় জনগণের সহায়তা অগ্নি নির্বাপক কর্মীরা ধ্বংসস্তূপ থেকে মানুষদের উদ্ধার করে। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। রাস্তার দুরবস্থা এবং ট্রাফিক আইন সঠিকভাবে না মানায় নিয়মিত দুর্ঘটনা ঘটে। বিবিসি।


No comments:
Post a Comment