কেনিয়ার রাজধানী নাইরোবিতে গত সপ্তাহে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসের ঘটনায় ৪৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। উদ্ধার অভিযান সমাপ্ত করার কথা ঘোষণা করে শনিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
এই ঘটনায় আরো ৪৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নাইরোবিতে কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পর ২৯ এপ্রিল শহরের একটি অনুন্নত এলাকায় অবস্থিত ছয়তলা ভবনটি ধসে পড়ে। এরপর ধ্বংসস্তূপের মধ্য আটকে পড়াদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হয়।
কেনিয়ার প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান পিউস ম্যাসাই বলেন, এই ঘটনায় মোট ১৪০ জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভাগ্যবানদের মধ্যে ৭ মাস বয়সী এক শিশু রয়েছে। দুর্ঘটনাটির ৪ দিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে অলৌকিকভাবে তাকে জীবিত উদ্ধার করা হয়। তবে তার মা বাঁচতে পারেনি।
বৃহস্পতিবার রাতে ভবনটির আরো ৪ বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়। মাসাই বলেন, ৪৯টি মৃতদেহ উদ্ধারের পর আমরা এই তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্ত করেছি। তিনি আরো বলেন, এই ঘটনায় আরো ৪৭ জন নিখোঁজ রয়েছে। এএফপি।


No comments:
Post a Comment