ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস তার এক প্রতিবেদনে দ্য ডিজেস্টার ম্যানেজমেন্ট সেন্টারের (ডিএমসি) বরাত দিয়ে জানিয়েছে, গত এক সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় কেগালে জেলার আরো একশ জন এখনো নিখোঁজ রয়েছে।
ওই এলাকার সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে ভূমিধসের কারণে অনেকেই চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই। বন্যার কারণে প্রায় সাড়ে ৬ লাখ বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। তারা আবার ফিরে আসতে শুরু করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ইন্ডিয়ান এক্সপ্রেস।
No comments:
Post a Comment