আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশা অনুযায়ী বসনিয়ার অর্থনৈতিক পুনর্গঠন কাজে সহায়তার জন্যে নতুন ঋণ হিসেবে ৫৫ কোটি ইউরো (৬১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) অনুমোদন করেছে। এই পুনর্গঠনের লক্ষ্য হচ্ছে বলকান অঞ্চলের দেশটিতে বাণিজ্যিক পরিবেশের উন্নয়ন।
মঙ্গলবার আইএমএফের বিবৃতিতে বলা হয়, সারাজেভোতে এ মিশন অর্থনৈতিক কর্মসূচিকে এগিয়ে নিতে বসনিয়া কর্তৃপক্ষের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। ৩৬ মাসের জন্য এ ঋণ প্রদান করা হবে।
আইএমএফের নির্বাহী বোর্ড এ ঋণ অনুমোদন করলেও জুলাই পর্যন্ত এ ঋণের ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার কোন সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ইইউ’র সদস্য পদ হচ্ছে বসনিয়ার জন্য প্রধান রাজনৈতিক বিষয়।-এএফপি।
No comments:
Post a Comment