মেক্সিকোর মধ্যাঞ্চলীয় মোরেলস রাজ্যে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখা শতাধিক লাশ কর্তৃপক্ষ ও নিরপেক্ষ বিশেষজ্ঞ দলের সদস্যরা সোমবার উত্তোলন কাজ শুরু করেছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, ২০১৪ সালের ২৮ মার্চ ১১৬ জনের লাশ মাটিতে চাপা দিয়ে রাখা হয়।
মেক্সিকো সিটির দক্ষিণের টেটেলসিনগো শহরে এ গণকবর দেয়া হয়। সরকারি রেকর্ডের বৈধতা সক্রিয় কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ হয়। কারণ কর্তৃপক্ষের ফাইলে মাত্র ৮৮ টি লাশের কথা বলা হয়েছে। মাত্র ১০ মিটার গভীর পাশাপাশি দু’টি গণকবর থেকে এসব লাশ উত্তোলন করা হয়। গণকবরের আয়তন ছিল প্রায় ছয় মিটার দীর্ঘ এবং চার মিটার প্রস্থ।
মেক্সিকোর যেসব রাজ্যে সবচেয়ে বেশী মাদক সংক্রান্ত সহিংসতা, হত্যা ও অপহরণের ঘটনা ঘটে সেসব রাজ্যের মধ্যে অন্যতম হচ্ছে মোরেলস রাজ্য। জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে ২০ হাজার লোক মেক্সিকোতে নিখোঁজ রয়েছে। এএফপি।
No comments:
Post a Comment