Wednesday, May 4, 2016
নীলফামারীতে জাল নোট তৈরির দায়ে ফাঁসির আদেশ
নীলফামারীতে দুই বছর আগের জাল নোট তৈরির মামলায় একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুল আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত এমএ বাদশা ঢালী (৪৭) সৈয়দপুর উপজেলার ইসলামবাগ এলাকার ওয়াহেদুন্নবীর ছেলে। মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুলাই গভীর রাতে সৈয়দপুর পৌর শহরের ইসলামবাগ এলাকার একটি বাড়ি থেকে জাল নোট তৈরির সময় পুলিশ বাদশা ঢালীকে আটক করে। ওই সময় তার কাছ থেকে ছয়টি পাঁচশ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম প্রামানিক বলেন, এ ঘটনায় পরদিন সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ও (খ) ধারায় মামলা দায়ের করেন ওই থানার এসআই রাশেদুজ্জামান। বিশেষ ক্ষমতা আইনের এ ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment