Monday, June 6, 2016
লুঙ্গি পরে কলেজে মেয়েরা!
ভারতের কেরালার একটি কলেজে জিন্স প্যান্ট পরায় নিষেধাজ্ঞা থাকায় ছাত্রীরা লুঙ্গি পরে কলেজে গিয়েছেন। এমন ক্যাপশন লেখা একটি ছবিটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়ে যায়। বাড়তে থাকে লাইক-কমেন্ট-শেয়ারের বহর। অনেকেই ওই ছাত্রীদের সাহস ও প্রতিবাদের ধরণকে অভিনন্দন, আবার কেউ কেউ সমালোচনা করেছেন।
তবে ভারতের বিভিন্ন মিডিয়ার অনুসন্ধানে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। অনুসন্ধানে দেখা গেছে, ২০১৫ সালে দক্ষিণি স্টার মহেশ বাবুর একটি ফিল্মের মুক্তির সময়ও প্রকাশ্যে এসেছিল এমনই একটি ছবি। শ্রীমানথুডু ছবিতে লঙ্গি পরা ওই নায়কের সঙ্গে ইমপ্রেস হয়ে লুঙ্গি পরে ছবি তুলেছিলেন তার নারী ফ্যানরা। কেরালা কলেজের ছাত্রী হিসেবে যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি আসলে ২০১৫ সালে প্রকাশিত একটি ছবি।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment