টার্গেট কিলিং ও জঙ্গিবাদ দমনেই সারাদেশে বিশেষ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে, ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশেষ অভিযানে সারাদেশে গত সাতদিনে ১৩ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, গুটি কয়েক জঙ্গি ধরতে গণগ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন।
গত ১০ জুন থেকে সারাদেশে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। এরপর প্রথম ২৪ ঘন্টায় গ্রেপ্তার করা হয় ৩ হাজার ১শ ৫৫ জনকে। পুলিশের দাবি, তাদের মধ্যে জঙ্গি ছিলো মাত্র ৩৭ জন। আর গত সাত দিনে গ্রেফতার ১৩ হাজারেরও বেশি ছাড়ালেও তাদের মধ্যে জঙ্গি শতাধিক।
গত ১০ জুন থেকে সারাদেশে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। এরপর প্রথম ২৪ ঘন্টায় গ্রেপ্তার করা হয় ৩ হাজার ১শ ৫৫ জনকে। পুলিশের দাবি, তাদের মধ্যে জঙ্গি ছিলো মাত্র ৩৭ জন। আর গত সাত দিনে গ্রেফতার ১৩ হাজারেরও বেশি ছাড়ালেও তাদের মধ্যে জঙ্গি শতাধিক।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, এ ধরনের গণ গ্রেপ্তারে জনমানুষের অধিকার ক্ষুন্ন হচ্ছে। অভিযোগ করেন বেড়েছে গ্রেপ্তার বানিজ্য।
তবে মানতে নারাজ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য নয়; টার্গেট কিলিং ও জঙ্গিবাদ দমনই মূল লক্ষ্য।
তবে মানতে নারাজ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য নয়; টার্গেট কিলিং ও জঙ্গিবাদ দমনই মূল লক্ষ্য।
ঈদ সামনে রেখে এ ধরনের বিশেষ অভিযান মানুষের মাঝে স্বস্তি এনেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


No comments:
Post a Comment