কোপা আমেরিকার ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল।
শুক্রবার ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ল অস্কার তাবারেজের দল।
কোপা আমেরিকার শতবার্ষিক এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ৩-১ গোলে হেরেছিল উরুগুয়ে। যে কারণে দ্বিতীয় ম্যাচটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার পরীক্ষা।
কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষেও সেই পরাজয়ের লজ্জা। আর তাতেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে যায় আসরের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের।
দুই ম্যাচে সমান দুই জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মেক্সিকোর সঙ্গে এবার শেষ আটে যোগ দিল ভেনেজুয়েলা। দুই দলেরই পয়েন্ট সমান ৬। কোন ম্যাচ জিততে না পারায় উরুগুয়ে এবং জ্যামাইকার উভয় দলেরই পয়েন্ট শূন্য।
দিনের অন্য ম্যাচে মেক্সিকো ২-০ গোলে জ্যামাইকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে।


No comments:
Post a Comment