লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন বলেছেন যুক্তরাজ্য যদি ইইউ’র সাথে থাকে তবে ভবিষ্যতে ব্যয় আরো বাড়বে। বাজেট বাড়ানোর কারণে যুক্তরাজ্যকে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নকে আরো বেশি বিল দিতে হতে পারে। ঋণমুক্তি দিতে গিয়ে ইইউ’র দুই হাজার কোটি পাউন্ড 'ব্ল্যাক হোলে' চলে যাবে।
ব্রিটেনে ইইউর পক্ষের লোকেরা বলেছেন বরিস জনসনের এই কথাটি ঠিক নয়। যুক্তরাজ্য ইউকে জানিয়ে দিয়েছে ঋণমুক্তির জন্য ভবিষ্যতে আর কোনো টাকা দেবে না দেশটি। ইইউ তা মেনে নিয়েছে। ইইউর বাজেট বাড়ানোর ব্যাপারেও ভেটো দিয়েছে ব্রিটেন।
লন্ডনের সাবেক মেয়র জনসন বলেন, ২৩ জুনের গণভোটে ব্রিটেনের মানুষ যদি ইইউতে থাকার রায় দেন তবে ব্রিটেন ইইউকে আরো টাকা দিতে বাধ্য হবে। ইইউতে থাকার ঝুঁকি অনেক বেশি।
ইউরোজোনের দেশগুলো মন্দা ও বেকারত্বের সমস্যায় জর্জরিত। তাদেরকে উদ্ধারের দায়িত্ব বর্তাতে পারে ব্রিটেনের ওপর। সূত্র: বিবিসি


No comments:
Post a Comment