ভেনিজুয়েলায় খাবারের দাবিতে বিক্ষোভকালে সংঘর্ষের সময় আহত ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। দেশটির কর্তৃপক্ষ একথা নিশ্চিত করেছে। দেশটিতে চরম খাদ্য সংকটের ফলে সৃষ্ট অস্থিরতার সর্বশেষ ঘটনা এটি।
অ্যান্ডেসের মেরিদা রাজ্যের পশ্চিমাঞ্চলীয় লাগুনিল্লা শহরে খাবার দাবিতে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, খাবারের দাবিতে পুলিশ ও সৈন্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় ওই কিশোরের মাথায় গুলি লাগে। যদিও সে ওই বিক্ষোভে অংশ নেয়নি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হলে বুধবার সকালে সে মারা যায়।
পুলিশ জানায়, সহিংস এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন কিশোরও আছে। দোকান থেকে খাবার ও ইলেকট্রনিক্স দ্রব্য লুট করার সময় এদের ধরা হয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো খাবার, ওষুধ ও বিদ্যুতের সংকটের ফলে ক্রমবর্ধমান বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ ও লুটের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। -এএফপি


No comments:
Post a Comment