তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার ব্যাপারে তুরস্কে গণভোট অনুষ্ঠিত হতে পারে। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকার প্রেক্ষাপটে তিনি একথা বলেন।
আঙ্কারার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের মনোভাবের কঠোর সমালোচনা করে এরদোগান বলেন, এ বিষয়ে ব্রিটেনের আদলে তুরস্কে গণভোট অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার ব্যাপারে ব্রিটেনের নাগরিকরা বৃহস্পতিবার ভোট দিচ্ছেন।
বুধবার সন্ধ্যায় ইফতারের পর এক ভাষণে এরদোগান বলেন, আমরা এ ব্যাপারে ব্রিটেনের মতো জনগণের ওপর বিষয়টি ছেড়ে দিতে পারি। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার ব্যাপারে তাদের সাথে আমরা আলোচনা অব্যাহত রাখবো না এখানেই ইতি টানবো তা গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে জানতে পারি। এক্ষেত্রে জনগণ যদি বলে আলোচনা ‘অব্যাহত থাকুক’ বলে তাহলে আমরা তা চালিয়ে যাব।
তুরস্ক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ায় সদস্য হিসেবে আঙ্কারাকে মেনে নিতে না চাওয়ায় তিনি ইইউকে দায়ী করেন। এরদোগান বলেন, তুরস্ককে ১৯৬৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। দীর্ঘ ৫৩ বছর পার হলেও তা এখনো ঘটেনি। আপনারা কেন বাধা দিচ্ছেন ? তিনি জানতে চান। এএফপি।
No comments:
Post a Comment