বোয়িংয়ের কাছ থেকে ১০০ বিমান ক্রয় করছে ইরান। এর জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দেশটি। বহরের পুরনো বিমান পাল্টে নতুন বিমান সংযোজন করতে বিমানগুলো কিনছে তারা।
রবিবার তেহরানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের প্রধান আলি আব্দেজাদেহ একথা জানিয়েছেন। তবে কত দামে বিমানগুলো কেনা হচ্ছে তা জানাননি তিনি।
তিনি বলেন, ‘আমাদের ২৫০টি বিমান রয়েছে। এগুলোর মধ্যে ২৩০টির পরিবর্তে নতুন বিমান লাগবে।’ আব্দেজাদেহ আরো জানান, এই চুক্তি বাস্তবায়নে মার্কিন সরকারের অনুমোদন প্রয়োজন।
ইরানের ওপর নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে এই বিশাল চুক্তিকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। সূত্র: রয়টার্স
No comments:
Post a Comment