অরল্যান্ডোর সমকামী নাইটক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী ওমর মতিনের স্ত্রীকেও অভিযুক্ত করা হতে পারে। মতিনের স্ত্রী নূর সালমানের বিষয়ে তদন্তের জন্য প্রসিকিউটররা গ্যান্ডজুরির প্রতি আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজ এবং রয়টার্স বিভিন্ন সূত্রের বরাতে এ খবর দিচ্ছে। যদিও স্বামী ওমর মতিনকে পালস গে ক্লাবে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন বলে পুলিশকে জানিয়েছিলেন তার স্ত্রী নূর সুলতান। ফ্লোরিডায় সমকামীদের ওই ক্লাবে গত রোববার রাতে চালানো এই হামলাকে মনে করা হচ্ছে সাম্প্রতিক মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বন্দুক হামলার ঘটনা। প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারালেও, আহত হয়েছেন আরও অর্ধশত। তাদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটাপন্ন। এর আগে মুসলিম যুবক ওমর মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি ব্রাজিলের এক টিভিকে বলেছেন, তার সাবেক স্বামী সমকামী ছিলেন বলে তিনি জোর সন্দেহ করতেন।
Wednesday, June 15, 2016
অভিযুক্ত হতে যাচ্ছেন মতিনের স্ত্রী!
অরল্যান্ডোর সমকামী নাইটক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামলাকারী ওমর মতিনের স্ত্রীকেও অভিযুক্ত করা হতে পারে। মতিনের স্ত্রী নূর সালমানের বিষয়ে তদন্তের জন্য প্রসিকিউটররা গ্যান্ডজুরির প্রতি আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজ এবং রয়টার্স বিভিন্ন সূত্রের বরাতে এ খবর দিচ্ছে। যদিও স্বামী ওমর মতিনকে পালস গে ক্লাবে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন বলে পুলিশকে জানিয়েছিলেন তার স্ত্রী নূর সুলতান। ফ্লোরিডায় সমকামীদের ওই ক্লাবে গত রোববার রাতে চালানো এই হামলাকে মনে করা হচ্ছে সাম্প্রতিক মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বন্দুক হামলার ঘটনা। প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারালেও, আহত হয়েছেন আরও অর্ধশত। তাদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটাপন্ন। এর আগে মুসলিম যুবক ওমর মতিনের সাবেক স্ত্রী সিতোরা ইউসুফি ব্রাজিলের এক টিভিকে বলেছেন, তার সাবেক স্বামী সমকামী ছিলেন বলে তিনি জোর সন্দেহ করতেন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment