ভেনিজুয়েলার সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে কিউবা। এর পাশাপাশি কারাকাসকে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) থেকে বহিষ্কার করার সম্ভাব্য প্রচেষ্টারও নিন্দা জানিয়েছে হাভানা।
কিউবার কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কিউবার বিপ্লবী সরকার এবং জনগণ বলিভিয়ান বিপ্লব, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, বেসামরিক-সামরিক ঐক্য এবং এর সাহসী জনগণের প্রতি আরো একবার তাদের পূর্ণ সমর্থন জানায়।
একই সঙ্গে গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগে ভেনিজুয়েলাকে বহিষ্কার করার সম্ভাব্য প্রচেষ্টার জন্য ওএএস মহাসচিব লুইস এলমার্গোর সমালোচনা করেছে হাভানা। কিউবান কর্তৃপক্ষ এলমার্গোকে ‘অজ্ঞাত স্বার্থ রক্ষা করার চেষ্টার’ জন্য দায়ী করেন।
এর আগে গত মঙ্গলবার ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ সভার আহবান করেছিল ওএএস প্রধান এলমার্গো। এদিকে বুধবার ভেনিজুয়েলা বলেছে, ওএএসের সাম্প্রতিক পদক্ষেপ ওপেক সদস্য দেশটির তেল দখল করার একটি ‘সাম্রাজ্যবাদী’ পরিকল্পনা। -সিনহুয়া


No comments:
Post a Comment