Social Icons

Saturday, June 4, 2016

শেষ ধাপেও সংঘাত-রক্তপাত, নিহত ৪


ইউনিয়ন পরিষদের শেষ ও ষষ্ঠ ধাপের নির্বাচনে গতকাল শনিবারও চারজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬৫ জন। সহিংসতায় প্রার্থী ও ভোটারসহ আহতের সংখ্যা সহস্রাধিক। সহিংসতার কারণে অন্তত ১৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
 
গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৬৯৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন নিহতরা হলেন- ফেনীর নূর হোসেন শিপন, নোয়াখালীর ইয়াসির আরাফাত, ময়মনসিংহের শাহজাহান ও সুনামগঞ্জের কোহিনূর চৌধুরী। সব মিলিয়ে ছয় ধাপে অনুষ্ঠিত ৩৯৬৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত শতাধিক ব্যক্তির প্রাণ গেল। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি প্রাণঘাতী নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে। আঞ্চলিক অফিস এবং জেলা ও উপজেলা প্রতিনিধি-সংবাদদাতাদের পাঠানো খবর-
 
ফেনী:সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে নূর হোসেন শিপন নামে এক যুবক মারা  গেছেন। সংঘর্ষে আহত হয়েছেন ৩ পুলিশ ও ৩ আনসার সদস্য,  প্রথম পৃষ্ঠার পর
 
২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং নারীসহ দুই পোলিং অফিসার। ওই কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।
 
নোয়াখালী: জেলা সদরের নেওয়াজপুর ইউনিয়নের ভোলানগর মোহাম্মদিয়া ইবতেখার মাদ্রাসা ভোটকেন্দ্রে গতকাল দুপুরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইয়াসির আরাফাত (২৭) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তার বাড়ি ভোলানগর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ইয়াসির আরাফাত আহত হন। গুরুতর আহত অবস্থায় চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
 
ময়মনসিংহ: গফরগাঁওয়ের পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে ৫০ বছর বয়সী শাহজাহান মারা গেছেন। গুলিবিদ্ধ অবস্থায় তিনজন  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। জানা যায়, ৩ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থী মোশারফ হোসেন ও আবদুল করিমের কর্মী-সমর্থকদের মধ্যে গতকাল সকালে এক দফা মারামারি হয়। দুপুর দুইটার দিকে আবারও দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের মধ্যে পড়ে বিজিবির ধাওয়া খেয়ে বাগোয়া গ্রামের শাহজাহান মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোঁড়ে। এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
 
সুনামগঞ্জ: জেলার ধর্মপাশায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার পাইকুড়াতি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম কোহিনূর চৌধুরী (১৮)। স্থানীয়রা জানান, ইউনিয়নের ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
 
শেরপুর: জেলার শ্রীবরদী উপজেলার গোসাইপুর ও রানীশিমুল ইউনিয়নের দুইটি কেন্দ্রে সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ৩৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে ৫ জন এবং গোসাইপুর ইউনিয়নের গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮ জন আহত হয়।
 
নেত্রকোনা:কেন্দুয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী আল্লাদ মিয়া ও কামরুল ইসলামের পক্ষের সংঘর্ষে আকাদুল, হযরত আলী, সুজন ও কালামসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মোজাফরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
সিরাজগঞ্জ: চৌহালীর বড় ঘোরজান কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে ৮ জন গুলিবিদ্ধসহ আহত হন ২০ জন। গুরুতর আহত ১২ জনকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ ও আহত হন কয়েক জন।
 
রাঙামাটি: কাপ্তাই উপজেলার ৪টি ইউনিয়নে কেন্দ্র দখল, পুলিশের গুলি, নির্বাচন বর্জনসহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৭ নম্বর বড়ুইছড়ি বাজার ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ স্বপন সকাল ১০টার সময় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
 
কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউপি নির্বাচনে বুরুদিয়া হাইস্কুল কেন্দ্রে নৌকা সমর্থিত প্রার্থী মোস্তফা কামাল আকন্দ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রতন মিয়াসহ ৫ জন আহত হন।  বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া ও সিল মারার প্রতিবাদে নারান্দি ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম খোকন বেলা ১২টার পর ভোট বর্জনের ঘোষণা দেন।
 
লক্ষ্মীপুর: কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের পূর্বচরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য বেলাল হোসেন ও আজাদ উদ্দিন সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়। এ ঘটনার পর ভোট গ্রহণ স্থগিত করা হয়।
 
রাজশাহী: পবা উপজেলার পারিলা ইউনিয়নের ভালাম এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নের পারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে নারী চেয়ারম্যান প্রার্থী ফাহিমা বেগমের কর্মীরা বেশকিছু ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারে। প্রতিপক্ষের সাথে সংঘর্ষে তার ভাই মাসুদ রানা রঞ্জু গুলিবিদ্ধ হন।
 
চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যাপক অনিয়ম, সংঘর্ষ, বিএনপি প্রার্থীদের ভোট বর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মিঠানালা ইউনিয়নের সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। সাতকানিয়ায় সংর্ঘষ, গোলাগুলি জাল ভোটের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছ ১৭টি ইউনিয়নের নির্বাচন। গোলাগুলিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ আহত হয়েছেন ৫ জন।
 
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জে ব্যালট পেপার ছিনতাই, প্রকাশ্যে সীল ও দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে। গতকাল সকাল ১০টার পরে নাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগ্নেয়াস্ত্রসহ ৩০/৪০ জনের একটি দল চেয়ারম্যান প্রার্থীর ৬ বান্ডেল ব্যালট পেপার ও মার্কিং সীল ছিনিয়ে নিয়ে যায়।
 
টাঙ্গাইল: ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের জামুরিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ওই কেন্দ্রে প্রকাশ্যে সিল দেয়া ও ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে সুজাত খান, খোকন খান, আনোয়ার খান, ফারুক ও সরোয়ার নামে পাঁচজন আহত হয়।
 
সাভার: নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ১০ জন। কেন্দ্র দখল, জোরপূর্বক ভোট আদায় ও বিএনপির এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপির ৩ চেয়ারম্যান প্রার্থী।
 
কুমিল্লা: বিচ্ছিন্ন সংঘর্ষ, কেন্দ্র দখল, জালভোট, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বেশ কয়েকটি ইউনিয়নে বিএনপি প্রার্থীদের ভোট বর্জনসহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর, নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও দেবিদ্বারসহ ৫টি উপজেলার ৪৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করেছে। জানা যায়, জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে নৌকার সমর্থকরা কেন্দ্র দখলে ব্যর্থ হয়ে ১৫-২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি ভোট কক্ষ থেকে ৪টি সিল লুট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ১৮ রাউন্ড গুলি বর্ষণ করে।
 
বগুড়া: বগুড়া সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। এদিকে ব্যালট পেপারে প্রার্থীর নাম ভুল ছাপা হবার কারণে সদরের এরুলিয়া ইউনিয়নে ৫ কেন্দ্রের ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত ঘোষণা করা  হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে।
 
যশোর: শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর স্কুল কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু। এ সময় প্রার্থীর গাড়ি ভাঙচুর ও তাকে লাঞ্ছিত করা হয়। একই ইউনিয়নে ভোট দিতে যাওয়ার পথে হূদরোগে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
 
এছাড়া গাইবান্ধা, নাটোরসহ বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আরো অন্তত ১৫ জন গুলিবিদ্ধ ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
 
জয়পুরহাটে নব নির্বাচিত চেয়ারম্যান আহত
 
জয়পুরহাট : জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নের দ্বিতীয় ধাপের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates