ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে আজ শান্তি আলোচনা শুরু হচ্ছে ফ্রান্সের প্যারিসে। তবে যাদের নিয়ে এ আলোচনা, সেই ইসরাইল ও ফিলিস্তিনেরই কোনো প্রতিনিধি আলোচনায় অংশ নিচ্ছে না।খবর বিবিসির। ফ্রান্সের উদ্যোগে আয়োজিত প্যারিসের শান্তি আলোচনায় উপস্থিত থাকবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া। আরো থাকছে আরব লিগ। সরাসরি আলোচনার দাবি জানিয়ে প্যারিস শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। সর্বশেষ ২০১৪ সালে ইসরাইল ও ফিলিস্তিনবিষয়ক শান্তি আলোচনা বিতর্কের মধ্যেই শেষ হয়। বন্দি মুক্তি চুক্তিভঙ্গের জন্য ইসরাইলকে দোষারোপ করে ফিলিস্তিনিরা। অন্যদিকে ফিলিস্তিনের জোট সরকারে সশস্ত্রগোষ্ঠী হামাসের অন্তর্ভুক্তির পরিপ্রেক্ষিতে আর কোনো শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানায় ইসরাইল। কূটনীতিকরা জানিয়েছেন, আজকের আলোচনায় অর্থনৈতিক প্রণোদনা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় আলোচনার জন্য বিষয়বস্তু ঠিক করা হতে পারে। আজকের বৈঠকে ২০০২ সালের সৌদি শান্তি উদ্যোগের বিষয়ে আলোচনা হতে পারে। ওই উদ্যোগে ১৯৬৭ সালে ইসরাইল অধিকৃত অঞ্চলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ইসরাইল বিষয়টি মেনে নিলে দেশটিকে আরবের অন্তর্ভুক্ত করা হবে। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ডোরে গোল্ড বলেন, শুধু সরাসরি আলোচনায়ই এ সমস্যার সমাধান হতে পারে। ফ্রান্সের শান্তি আলোচনার মতো উদ্যোগ আগেও ব্যর্থ হয়েছে, আজও ব্যর্থ হবে।
Friday, June 3, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment