আলবেনিয়ার জাতীয় ফুটবল দলের সবাইকে কূটনৈতিক পাসপোর্ট দেয়া হচ্ছে। ইউরো ২০১৬-তে আলবেনিয়া ১-০ গোলে রোমানিয়াকে হারিয়ে দেয়ার পর আলবেনিয়ার সরকার এই ঘোষণা দিয়েছে।
আলবেনিয়া এর আগে কখনো এত বড় টুর্নামেন্টে খেলেনি। রোমানিয়ার বিরুদ্ধে জয় পেলেও আলবেনিয়া টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা, তা এখনো পরিষ্কার নয়। কূটনৈতিক পাসপোর্ট ছাড়াও আলবেনিয়ার জাতীয় দলকে দেয়া হচ্ছে দশ লাখ ইউরো অতিরিক্ত তহবিল।
আলবেনিয়া গত রোববার তাদের খেলায় জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী ইডি রামা টুইট করে তার আনন্দ প্রকাশ করেন। আলবেনিয়ার খেলোয়াড়দের জন্য কূটনৈতিক পাসপোর্ট দেয়ার বিষয়টিকে প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। কারণ আলবেনিয়ার বেশিরভাগ ফুটবলার ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেন এবং সেই সুবাদে তারা ইউরোপে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পান।
কূটনৈতিক পাসপোর্ট পেলে আলবেনিয়ার ফুটবলারদের জন্য ভ্রমণ সহজ হবে। তবে তারা কূটনৈতিক সুরক্ষা পাবেন না। কারণ এটি কেবল কূটনীতিকরাই পেয়ে থাকেন। বিবিসি।
No comments:
Post a Comment