মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আবিদ।
দেশটির আদালত বৃহস্পতিবার আবিদকে এ অপরাধে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। তার আগের দিন অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে ১০ বছরের সাজা দেন আদালত। খবর বিবিসির।
হজ শেষে বাড়ি ফেরার সময় গত বছরের সেপ্টেম্বরে স্পিডবোট বিস্ফোরণের ঘটনায় অল্পের জন্য বেঁচে যান মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন।
এ ঘটনার সঙ্গে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আবিদ জড়িত সন্দেহে তার পরের দিন মামলা করা হলে এক সপ্তাহ পর তাকে গ্রেফতার করা হয়।
তবে আবিদ বরাবরই এ অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছেন। এমনকি যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তেও স্পিডবোট বিস্ফোরণের ঘটনাটি পেতে রাখা বোমায় ঘটেনি বলে দাবি করা হয়।
স্থানীয় একটি পত্রিকাকে দেয়া প্রতিক্রিয়ায় আহমেদ আবিদের দ্বিতীয় স্ত্রী মরিয়ম নাশওয়া বলেন, তার স্বামীকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে।
বেশ কয়েক বছর ধরেই দেশটিতে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।
Friday, June 10, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment