Social Icons

Friday, June 10, 2016

সাঁড়াশি অভিযানে অল্প বয়সী ও বিরোধীরা গ্রেফতার হচ্ছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুপ্তহত্যা দমনে আইনপ্রয়োগকারী সংস্থার বিশেষ সাঁড়াশি অভিযানে অল্প বয়সী  ছেলে, সাধারণ মানুষ আর বিরোধী রাজনৈতিক দলের  নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির  নেতৃত্বাধীন ২০ দলীয়  জোটের অন্যতম শরিক দলটি এ আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, দেশে এখন কোনো ধর্মের মানুষ নিরাপদ নন। কেউ শান্তিতে  নেই।  ধর্ম পালনের অধিকারসহ মানুষের সব অধিকার কেড়ে  নেয়া হয়েছে। মানুষ প্রতিটি দিন আতংকে কাটাচ্ছে।

ফখরুল বলেন, গুপ্তহত্যা চলছেই। শুধু ব্লগার বা সংখ্যালঘুরাই নয়, ইসলাম ধর্মেরও সাধারণ নিরীহ মানুষকেও হত্যা করা হচ্ছে। যারা ধর্মে বিশ্বাস করে না তাদের যেমন হত্যা করা হচ্ছে, তেমনি যারা ধর্মে বিশ্বাসী তাদেরও হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্রের মুখোশ পরে সরকার ফের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। কিন্তু এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না। অতীতে কোনো স্বৈরশাসক এভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা জোবায়ের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এলডিপির মহাসচিব ড.  রেদোয়ান আহমেদ, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি এএইচএম কামরুজ্জামান খান, মহাসচিব অ্যাডভোকেট  শেখ জুলফিকার বুলবুল  চৌধুরী, এনডিপির  চেয়ারম্যান  খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির  চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ,  লেবার পার্টির  চেয়ারম্যান  মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, ন্যাপ ভাসানীর  চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ২০ দলীয় জোটের শরীক হলেও জামায়াতে ইসলামীর  কোনো প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন না।

ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক  মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates